আমার কিছু অপ্রকাশিত কবিতা। আমার হৃদয়প্রসূত বিধায় মান নিয়ে আমি নিজেই সংশয়মুক্ত নই। অতএব পাঠকগণ আমার এই নিজস্ব ভাবনাগুলোকে ক্ষমাসুন্দর দৃষ্টি দ্বারা গলধকরন করবেন।
হয়তবা এই ব্লগ না হলে আমি কখনই এই কবিতা গুলো কারো সাথে শেয়ার (ভাল কোনও বাংলা পেলাম না) করতাম না।
এই কবিতাটি লিখেছিলাম ০৫.০৯.২০০৪ এ --
(কোন শিরোনাম নাই। যতি চিহ্ন কোথায় কি দিব জানি না, তাই দেই নাই।)
বিষণ্ণ জীবন সায়াহ্নে উঁকি দিয়া যায় স্মৃতির ধূলিকণা
থমকে যায় সময়েরা
আমি আর আমার আরামকেদারা
যা আমার বৃদ্ধকালের সঙ্গ
কর্মব্যস্ত সময়... কর্মব্যস্ত বর্তমান...
ফুরসত কোথায় এই অতীত মানবের দিকে ফিরে তাকাবার
আরামকেদারা তে গা এলিয়ে একাকীত্বের সাথে লুকোচুরি খেলা
স্মৃতির গহীনে হাতরে ফেরা অতীতের ভালবাসা
জীবন যখন ছিল সুখের কোলাহলমুখর
বয়স ছিল তখন হাতের মুঠোয়
স্বপ্ন ছিল চোখের কোনে, প্রেম ছিল সিক্ত
নিষ্ঠুর নিয়তি কেড়ে নিয়েছে সর্বস্ব
উপহার দিয়ে গেছে একাকীত্বের অতল গহ্বর।
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
=============================================
হয়তবা এই ব্লগ না হলে আমি কখনই এই কবিতা গুলো কারো সাথে শেয়ার (ভাল কোনও বাংলা পেলাম না) করতাম না।
এই কবিতাটি লিখেছিলাম ০৫.০৯.২০০৪ এ --
থমকে যায় সময়েরা
আমি আর আমার আরামকেদারা
যা আমার বৃদ্ধকালের সঙ্গ
কর্মব্যস্ত সময়... কর্মব্যস্ত বর্তমান...
ফুরসত কোথায় এই অতীত মানবের দিকে ফিরে তাকাবার
আরামকেদারা তে গা এলিয়ে একাকীত্বের সাথে লুকোচুরি খেলা
স্মৃতির গহীনে হাতরে ফেরা অতীতের ভালবাসা
জীবন যখন ছিল সুখের কোলাহলমুখর
বয়স ছিল তখন হাতের মুঠোয়
স্বপ্ন ছিল চোখের কোনে, প্রেম ছিল সিক্ত
নিষ্ঠুর নিয়তি কেড়ে নিয়েছে সর্বস্ব
উপহার দিয়ে গেছে একাকীত্বের অতল গহ্বর।
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
=============================================
wonderful !
ReplyDeletewe expect more from you ..